লক্ষ্মূীপুর প্রতিনিধিঃ লক্ষ্মূীপুর জেলার একটি ইউনিয়নের করোনা ভাইরাসে আক্রান্ত প্যানেল চেয়ারম্যান ৮ দিনে ধরে  বিভিন্ন মানুষ কে ত্রান বিলি করেছেন। রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিনের ২৯ এপ্রিল তারিখে করোনা ভাইরাস পরীক্ষায় তার পজেটিভ রিপোপ আসে চট্রগ্রামের বিআইটিআইডির রিপোর্টে। আক্রান্ত প্যানেল চেয়ারম্যান ২২’তারিখে তার নমুনা পরীক্ষার জন্য পাঠান। তার শরীরে করোনার কোন লক্ষণ ছিলো না। তার ইউনিয়নের ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আসা ব্যাক্তিদের নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্যা কর্মীরা আসলে তিনি ও তার নমুনা পরীক্ষা জন্য দেন। ২৯তারিখ রাতে তার করোনা ভাইরাস পজেটিভ রেজাল্ট আসে। তার আগে তিনি ইউনিয়নের সাড়ে ৩ হাজার জেলেদের মাঝে চাল বিতরণ করেন। ইউনিয়নের ৫ শত মানুষের মাঝে ও ত্রান বিতরণ করেন। এই সময় তার সংস্পশে আসেন ইউনিয়নের মেম্বার, গ্রাম পুলিশ সহ কয়েক শত সাধারন মানুষ। ২৯ তারিখ দুপুরে তিনি ও রামগতি উপজেলা র্নিবাহি অফিসার আব্দুল মোমিন সহ এক সাথে ত্রান বিতরণ করেন।

রামগতি উপজেলার র্নিবাহি অফিসার আব্দুল মোমিন বলেন আমি জানতাম না যে প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত। তার করোনা পজেটিভ  রিপোর্ট আসার পর থেকে আমি হোম কোয়ারেন্টিনে আছি। ইউনিয়নের সকল মেম্বার গ্রাম পুলিশ ও সচিবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমি নিজেও ২/১ দিনের মধ্যে নমুনা পরীক্ষার জন্য পাঠাবো। তবে প্যানেল চেয়ারম্যান করোনা পজেটিভ আসার কারণে ওই ইউনিয়নের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। আমরা ওই ইউনিয়রে যারাই প্যানেল চেয়ারম্যানের সংস্পর্শে আসছে সকলকে হোম কোয়ারিন্টিনে  থাকার জন্য পরার্মশ দিয়েছি।

রামগতি উপজেলা স্বাস্থ্যা কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম বলেন প্যানেল চেয়ারম্যান এর সাথে যারা কন্ট্যাক মেসিং এ আসছে এ রকম ২৭ জনের নমুনা পরীক্ষা করার  পাঠানো হচ্ছে। আগামী রামগতি উপজেলার ইউএনও, এসিল্যান্ড, থানার অফিসার ইনচার্জ ও হাসপাতালের  আর এমও সহ ১০/১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

লক্ষ্মূীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে