স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে ৮জন আহত হয় বলে জানা যায়। বুধবার বিকালে চররুহিতা ৭নং ওয়ার্ডের আবদুর রহমান ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, আবদুর রহমান ভূঁইয়া বাড়ির  মৃত সিদ্দীক উল্লাহ ভূঁইয়ার ছেলে কামরুল হাসান (৩৫) এর সাথে দীর্ঘদিন থেকে একই বাড়ির জালাল মুন্সির ছেলে জামাল উদ্দিন আফলুর জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। সেই বিরোধের জের ধরে বুধবার বিকালে পার্শ্ববর্তি এলাকা থেকে লোকজন এনে কামরুল হাসানের উপর হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে গেলে কামরুলের চাচাতো ভাই, ভাতিজা, ভাগিনা সহ ৮জন আহত হয়। আহতরা হলেন, কামরুল হাসান, মিজানুর রহমান, মামুনুর রহমান, ফয়েজ আহমেদ, মোঃ হারিস, গোলাম আজম, আলাউদ্দিন, শাহজাহান ভূঁইয়া।  আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কামরুল হাসান অভিযোগ করে বলেন, জামাল উদ্দিন আফলু আমাদের জমি দখল করার চেষ্টা করে। আমি বাধা দেই এবং কাগজপত্র নিয়ে বসতে বলি। আজ কাজগপত্র নিয়ে বসার জন্য তারিখ নির্ধারনের কথা। কিন্তু সেটা না করে সে বাহিরের থেকে ১৫-২০জন লোক এনে দেশিয় অস্ত্রসস্ত্র দিয়ে আমাদের এলোপাতাড়ি মারতে থাকে। পরে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সাইফুল তসলিম, লক্ষ্মূীপুর

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে