স্টাফ রিপোটর,লক্ষীপুরঃ লক্ষীপুর জেলায় কমলনগর উপজেলা স্বাস্থ্যা কমপ্রেক্সের এক ডাক্তার সহ ২ জন রামগঞ্জ উপজেলার দুই বছরের শিশু সহ মোট আক্রান্ত হয়েছে ৩৪ জন। রামগঞ্জ উপজেলায় এক ডাক্তার ২ জন ল্যাব টেকনিশিয়ান সহ জেলায় ২ জন ডাক্তার ২ জন ল্যাব টেকনিশিয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
গত কাল একই পরিবারের ৩ জন আক্রান্ত হলে করোনা উপর্সগ নিয়ে পরিবারের যে সদস্য মারা গেছে তার নেগেটিভ রেজাল্ট আসছে। নিহত ব্যাক্তি ঢাকা থেকে জ্বর র্সদি কাশি নিয়ে জেলার রামগতি উপজেলার চর আফজালে আসে। আসার একদিন পরই মারা যায়। তার মৃত্যুর পর পরিবারের অন্য সদস্যদেরও করোনা সেম্পল টেস্ট করা হয়। পরীক্ষায় অন্যদের পজেটিভ আসলেও নিহতের নেগেটিভ আসে।এ বিষয়ে লক্ষীপুর জেলায় সিভিল র্সাজন ডাঃ আব্দুল গাফফার বলেণ মারা যাওয়ার পর দেরিতে সেম্পল নিলেও করোনা নেগিটিভ আসে।
লক্ষীপুর জেলায় ৩৪ জন আক্রান্ত হলেও ধীর গতিতে সেম্পল টেস্ট হওয়ার ৪০০ টেস্ট এখোনা বাকি আছে পরীক্ষার জন্য।এর মধ্যে লক্ষীপুর জেলার রামগঞ্জে ১৬ জন,সদর উপজেলায় ১০ জন, কমলনগর ও রামগতি উপজেলায় ৪ জন করে মোট ৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত।
সাইফুল ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ