জাতীয় চিত্রশালা মিলনায়তনে হয়ে গেলো আইএফআইসি ব্যাংক আন্তর্জাতিক কবি সম্মেলন। সাংস্কৃতিক সংগঠন কথক আয়োজিত এ সম্মেলনে আমন্ত্রিত ছয় বিদেশী কবির সাথে অংশ নেন দেশের বরেণ্য ছয় কবি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বাংলাদেশের কবিদের মধ্যে ছিলেন আসাদ চৌধুরী, হায়াৎ সাইফ, মুহম্মদ নুরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, জাহিদুল হক ও সম্মেলনের আহ্বায়ক কবি আমিনুর রহমান। বিদেশি কবির মধ্যে ছিলেন অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, জার্মানির ইওনা বুরঘার্ট, রাশিয়ার ভিক্তর পোগাদাইভ, জার্মানির টোবিয়াস বুরঘার্ট, পুয়ের্তো রিকোর লুজ মারিয়া লোপেজ ও মারিয়া ডি লো এনজেলেস। অনুষ্ঠানে বিদেশি কবিদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। পরে সাতটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
বিনোদন ডেস্ক, বিডি টাইম্স নিউজ