লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের দরিদ্র কৃষকের এক একর জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

আজ সোমবার সকাল চরলক্ষ্মী গ্রামের ডাকাতিয় নদীর পাশের বিলে যুবলীগের প্রায় র্অধ শতাধিক নেতাকর্মীকে নিয়ে তারা কৃষক বাসেদ আখনের জমির ধান কাটেন। উপজেলা যুবলগীরে সাবেক আহবায়ক মামুন বিন জাকারিয়া, যুগ্ন-আহবায়ক কোশিক সোহেল ও জহির হোসেন পাটওয়ারীর নেতৃত্বে র্অধ শতাধিক নেতাকর্মী ধান কেটে মাড়াই করে দেন।

মহামারি করোনার প্রার্দুভাবের কারণে এখন ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। অন্য দিকে কাল বৈশাখীর কারণে ভারী বৃষ্টিপাত হলে কৃষকের ধান তোলা সম্ভব হবে না। এ সংকট মুহুর্তে ধান কাটার জন্য উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক কৌশিক সোহেলে কে ফোন করলে ধান কাটার সমস্যার কথা জানান তিনি। কৃষকের ফোন পেয়ে  তিনি আজ নেতা-কর্মী নিয়ে এসে ধান কেটে মাড়াই করে দেওয়ার ব্যবস্থা করেন।

উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কৌশিক সোহেল জানান প্রধানমন্ত্রীর আহব্বানে  সাড়া দিয়ে কৃষকের ধান কাটতে সহযোগিতা করছি।  মহামারি করোনার প্রার্দুভারে ধান কাটার শ্রমিক সংকটের কারণে রায়পুর উপজেলা কৃষক যুবলীগ বাসেদ আখন সহ প্রায় ১৫/১৬  জন কৃষকের ১৬/১৭ একর ধান কেটে দিয়েছি। আমরা আরো যে সব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারে না, যদি আমাদেরকে জানায় আমরা তাদের ও ধান কেটে দিবো। যে কোন ফসল নষ্ট না হয়।

কৃষক বাসেদ আখন বলেন রায়পুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দেওয়া আমি খুব খুশি। এমনিতে শ্রমিক সংকট তার উপর ঝড় বৃষ্টি আমি মহা র্দুচিন্তায় ছিলাম। তারা ধান কেটে মাড়াই করে দেওয়া আমার ধান গুলো ঘরে তুলতে পারলাম।

সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে