কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০১৭-১৮ সালের সাধারণ নির্বাচনের জন্য ৪৩৫ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার দুপুর ২টা থেকে শুরু হয়ে খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তির উপর শুনানী করেন নির্বাচন কমিশন। আগামীকাল বুধবার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্বাচনে কারা অংশগ্রহন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটি প্রকাশ্য না হলে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে আ.স.ম.আখতারুজ্জামান মাসুম সভাপতি এবং জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে প্যানেল ঘোষণা করেছেন। অপর প্যানেলের সভাপতি হিসেবে কুষ্টিয়া বারের একজন সিনিয়র আইনজীবির নাম শোনা যাচ্ছে।
আগামী ২৭ ফেব্র“য়ারী কুষ্টিয়া বারের নিজস্ব নতুন ভবনের হল রুমে নীচতলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ইতোমধ্যেই এবারের সাধারণ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ৩ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কুষ্টিয়া বারের সিনিয়র আইনজীবী এ্যাড.এস.এম আনসার আলী। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন কুষ্টিয়া বারের সিনিয়র আইনজীবী এ্যাড. সুধীর কুমার শর্মা ও এ্যাড. মোহাম্মদ আখতারুজ্জামান। ৯ ফেব্র“য়ারী বৃহস্পতিবার ও ১২ ফেব্র“য়ারী রবিবার দুপুর ১২টা হতে বিকেল ৩টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিক্রয় ও জমাদান। ১৩ ফেব্র“য়ারী সোমবার বিকেল ৩টায় মনোনয়নপত্র গ্রহন বাছাই। ১৪ ফেব্র“য়ারী মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ১৬ ফেব্র“য়ারী বৃহস্পতিবার চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশন। সভাপতি পদসহ জুনিয়র সদস্য পর্যন্ত একটি নির্ধারিত মূল্যে মনোনয়নপত্র ক্রয় করতে পারবেন প্রার্থীগণ। এছাড়াও ভোট গ্রহনের দিন ভোট কেন্দ্রে বার কাউন্সিল/বার সমিতির নিজ নিজ পরিচয়পত্র নির্বাচন কমিশন চাইলে দেখাতে হবে। নির্বাচন তফশীল ঘোষনার পর পরই কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ সালের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে নানান গুঞ্জন আর কারা হচ্ছেন কোন পদের প্রার্থী এ নিয়ে চলছে প্রার্থী সর্মথনে পক্ষে-বিপক্ষে আলোচনা। তবে এখনো সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থী ছাড়া কেউই তেমন প্রকাশ্যে মাঠে নেই।
নোট ঃ ছবিটি কুষ্টিয়াশহর.কম থেকে নেয়া
শাহিন রেজা, কুষ্টিয়া প্রতিনিধি
বিডি টাইম্স নিউজ