রিজার্ভের অর্থ থেকে ১০ বিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল গঠনের চিন্তাভাবনা করছে সরকার। এমনই একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ বিষয়ে জানান, রিজার্ভের অর্থ ৩০ বিলিয়ন ছাড়িয়ে গেলে, সেখান থেকে প্রতি বছরে ২ বিলিয়ন ডলার নিয়ে, ৫ বছরে ঐ তহবিল গড়া হবে। আর এই অর্থ কাজে লাগানো হবে জাতীয় কোনো মেগা প্রকল্পে।
মন্ত্রীসভা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আইন বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছ। শহীদ এ এইচ এম কামরুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামানের মৃত্যুতেও শোক প্রস্তাব গৃহিত হয় বৈঠকে।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ ।