সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বর জমে উঠে শিশুদের কলকাকলিতে। বইমেলায় প্রতি বছরের মতো এবারও শিশুদের জন্য রাখা হয়েছে বিশেষ একটি সময়। শনিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে ‘শিশুপ্রহর চলে দুপুর ১টা পর্যন্ত। অবশ্য সপ্তাহে দুই ছুটির দিনে এই সুবিধা চলবে মেলার শেষ পর্যন্ত।
ছুটির দিন থাকায় অভিভাবকদের হাত ধরে শিশু প্রহরে এসেছে অনেকে। মেলায় ঘুরে দেখা গেছে, শিশুরা মাতিয়ে তুলেছে পুরো প্রাঙ্গন। কেউ স্রেফ হইহোল্লড়ে ব্যস্ত। আবার অনেকে আবার বাবা-মায়ের সাথে হেঁটে হেঁটে পছন্দমত গল্পের বই, কমিকস আর কার্টুন সংগ্রহ করেছে।
পছন্দের তালিকায় আছে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, ইকরি আর টুকটুকি। অভিভাবকরা জানান, সৃজনশীলতা আর বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করতেই শিশুদের নিয়ে মেলায় আসা। মাসজুড়ে মেলার প্রতি শুক্র ও শনিবার বার থাকছে এই প্রহর সুবিধা।