জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারি ২১টি প্রতিষ্ঠান সাইবার আক্রমণের ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে জাতীয় রাজস্ব ভবনে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, রাজস্ব বোর্ডে করদাতাদের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এসব তথ্য হ্যাক হলে অপরাধ সংক্রান্ত কাজে ব্যবহৃত হতে পারে। মন্ত্রী বলেন, এসব দিক বিবেচনায় সাইবার নিরাপত্তায় কাজ শুরু করেছে সরকার।

এরই মধ্যে রাজস্ব বোর্ডের জন্য মন্ত্রণালয় ও এনবিআরের আইটি দল গবেষণা শুরু করেছে। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে দৃশ্যমান নিরাপত্তার জন্য অর্থ খরচ করা হলেও সাইবার নিরাপত্তার জন্য তেমন কোন তহবিল থাকে না। এজন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ প্রয়োজন বলেও জানান মন্ত্রী।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে