ব্যাংকিং খাতের সক্ষমতার জন্য একটি কমিশন গঠন করা দরকার। তবে এখনই তার উপযুক্ত সময় নয় বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার সকালে কাকরাইলে সোনালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষের আগেই ব্যাংকিং কমিশন গঠন করা হবে।
অর্থমন্ত্রী বলেন, অধিকাংশ সূচকেই সোনালী ব্যাংকের অবস্থা হতাশাজনক। এ জন্য এখনই পরিকল্পনা নেয়ার নির্দেশ দেন তিনি। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ সোনালী ব্যাংকের। যদিও ঋণ আদায় বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান। কৃষির মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও ঋণ বিতরণে ব্যাংকগুলোর জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়ার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ব্যাংকিং কার্যক্রম ও ঋণ বিতরণ নির্দেশনার ভিত্তিতে না হয়ে বাণিজ্যিক চিন্তার আলোকে হওয়া উচিৎ। এ কাজে কারো হস্তক্ষেপ করা ঠিক নয় বলেও মনে করেন তিনি।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ ।