ব্রাহ্মণবাড়ীয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার দুপুরে ভারতে আটকে পড়া আরো ৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদিন দুপুর ১টার দিকে ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে তারা দেশে ফেরেন।দেশে ফেরা তিনজনের মধ্যে ১ জন ব্রাহ্মণবাড়ীয়া জেলার, ১ জন চাঁদপুর জেলার এবং ১ জন কুমিল্লা জেলার বাসিন্দা।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ এসআই আবদুল হামিদ বলেন, দুপুর ১টার দিকে তারা স্থল বন্দরে পৌছান। ইমিগ্রেশন শেষে দুপুর ২টার দিকে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল এসে পৌঁছান। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যান তারা।

জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে ভারতজুড়ে চলা লকডাউনের কারণে অনেক বাংলাদেশি ভারতের বিভিন্ন শহরে আটকা পড়েছেন। এ পর্যন্ত আখাউড়া স্থল বন্দর দিয়ে ২৬ জন দেশে ফিরেছেন।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে