বরগুনার বেতাগী উপজেলার পঞ্চম শ্রেণির ছাত্র মাইনুল ইসলামের চিঠি নাড়া দিলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। স্কুল সংস্কার নিয়ে, প্রধানমন্ত্রী কাছে লেখা চিঠির বাস্তবায়নও শুরু হয়েছে। জেলা প্রশাসক জানান, দ্রুতই শেষ হবে ভবন নির্মাণের কাজ।
বরগুনা বেতাগী উপজেলার জলিশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাইনুল ইসলাম। সম্প্রতি জাতীয় পর্যায়ে উপস্থিত বিতর্ক প্রতিযোগীতায় তৃতীয় স্থান অধিকার করে। সেই পুরষ্কার নিতে গত ২৯ জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তে আসে। প্রধানমন্ত্রীর হাত থেকে নিজের পুরস্কার গ্রহণের আগে, স্কুলের সমস্যা নিয়ে লেখা চিঠিটি তুলে দেয় মাইনুল। ঐ সময় প্রধানমন্ত্রীর সাথে কিছু সময় কথাও হয় তার। ঐদিনই ব্যবস্থা নেয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মাইনুলের আবেদন দ্রুত সাড়া দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষসহ সবাই। আর জেলা প্রশাসক বলছেন, স্কুলটির কাজ দ্রুত শেষ করতে সব ধরনের পদক্ষেপ নিবেন তারাও।১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয় জলিশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। যেখানে বর্তমান ২৩০ জন শিক্ষার্থীকে পাঠদান করেন, ছয়জন শিক্ষক।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ।