ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ আখাউড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রিপনা বেগমের পাশে সারাক্ষণ থাকা স্বামী ও তার দুই সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। সপ্তাহব্যাপী সংস্পর্শে থাকার পরও স্বামী আব্দুল হামিদ (৪৮), পুত্র তারেক (১৬) ও কন্যা সানিয়া আক্তারের(২১)শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। আজ বৃহস্প্রতিবার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: শ্যামল চন্দ্র ভৌমিক এই তথ্য জানিয়েছেন।

করোনায় মৃত্যুবরণকারী রিপনার স্বামী আব্দুল হামিদ জানায়, তিনি নারায়নগঞ্জের একটি ব্যাংকে চাকুরী করতেন। তার স্ত্রী জ্বর ও প্রেসার বেড়ে অসুস্থ্য হয়ে পড়লে ২ এপ্রিল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আখাউড়া ধরখার ইউনিয়নের রানীখার গ্রামের বাড়িতে চলে আসেন। টানা ৫দিন অসুস্থ্য থাকার পর ৯ এপ্রিল রিপনা বেগমের মৃত্যু হয়। দুই সন্তানকে নিয়ে বর্তমানে আব্দুল হামিদ কোয়ারেন্টাইনে রয়েছেন।আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: শ্যামল চন্দ্র ভৌমিক জানায়, করোনার উপর্সগ নিয়ে রিপনা বেগম  মৃত্যুর পর তার স্বামী ও সন্তানসহ ১৫ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগে পাঠায়। আজ বৃহস্প্রতিবার রিপনার স্বামী ও তার দুই সন্তানসহ সবার পরীক্ষা নেগেটিভ এসেছে।

এদিকে কোনো প্রকার সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই স্ত্রীর সেবা করেছেন আব্দুল হামিদ ও তার দুই সন্তান। খাওয়া দাওয়া্ থেকে শুরু করে সব করেছেন একসাথেই।তারা স্বাভাবিক জীবন যাপন করছিলেন রিপনার মৃত্যুর আগ পর্যন্ত পুরো সপ্তাহ। তারপরও স্বামী ও সন্তানদের পরীক্ষায় করোনা নেগেটিভ আসার ঘটনাটিকে মিরাকল বলে অভিহিত করেছেন অনেকেই।

জহির  সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে