শুরু হল এশিয়ার বৃহত্তম আলোকচিত্র উৎসব ছবিমেলা। জাতীয় চিত্রশালায় আন্তর্জাতিক এ আলোকচিত্র আসর চলবে চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ছবিমেলার নবম আসর শুরুর প্রাক্কালে উৎসব নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন উৎসব পরিচালক শহিদুল আলম।
এবারের ছবিমেলার বিষয় অবস্থান্তর। উৎসবের নবম আয়োজনের মূল প্রদর্শনীস্থল বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং এর সঙ্গে পুরনো ঢাকার বেশ কিছু ঐতিহ্যবাহী জায়গা।
অবস্থান্তর বিষয়টিকে কেন্দ্র করে ১৬ দেশের ২৭ শিল্পীর ৩১টি প্রদর্শনী থাকবে এবারের ছবিমেলায়। এ বছর ছবিমেলার আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের কিংবদন্তী দুই আলোকচিত্রী সাঈদা খানম ও নাসির আলী মামুন। ছবি মেলার প্রদর্শনীর বাইরের কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে পাঁচটি কর্মশালা, দুই দিনের পোর্টফোলিও রিভিউ, আর্টিস্ট টক, প্যানেল ডিসকাসন এবং আলোকচিত্র শিল্পীদের বিষয়ভিত্তিক পরিবেশনা।
২০০০ সালে শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছবিমেলাই এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোকচিত্র উৎসব। এবছরও রিকশাভ্যানে করে ভ্রাম্যমান প্রদর্শনী পৌঁছে যাবে ঢাকার নাগরিকদের দোরগোড়ায়।
বিনোদন ডেস্ক, বিডি টাইম্স নিউজ