স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিনের সফররত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইল দুই রাষ্ট্র সমাধান প্রস্তাব প্রকৃত অর্থে বাস্তবায়ন হলে বাংলাদেশ ইসরাইলকেও স্বীকৃতি দেবে।

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনদিনের সফরের দ্বিতীয় দিনটি শুরু করেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে। এরপর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে যান ফিলিস্তিনী প্রেসিডেন্ট। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন করেন বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর।

কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী কার্যালয়ে এসে পৌঁছালে মাহমুদ আব্বাসকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত আলোচনার জন্য সমঝোতা স্মারকে সাক্ষর করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে স্বাধীন ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে