প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো এবারের অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি ও রমনা পার্কের একাংশ জুড়ে লেখক-পাঠকের এই মিলনমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। সৃজনশীল সাহিত্যের মাধ্যমে মানুষের মননকে বিকশিত করার এই মেলা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী। একইসাথে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেছেন তিনি।

বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে আরো বেশি বই পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সাহিত্য চর্চার মধ্য দিয়ে যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করা সম্ভব।

পুরানো দিনের কথা মনে করে প্রধানমন্ত্রী বলেন, যত প্রযুক্তিই আসুক, হাতে বই নিয়ে পাতা উল্টে পড়ার মধ্যে অন্যরকম আনন্দ পান তিনি। বলেন, আওয়ামী লীগ সরকারই একুশে ফেব্রুয়ারিকে ভাষা শহীদ দিবস হিসেবে ঘোষণা করে। আন্তর্জাতিকভাবে ভাষা আন্দোলনের স্বীকৃতির জন্যও উদ্যোগ নেয়। প্রধানমন্ত্রী বলেন, ভাষার আদান-প্রদানের মাধ্যমেই সাহিত্য বিকশিত হচ্ছে। সারাবছরই বইপ্রেমী, শিক্ষানুরাগীরা এই বইমেলার জন্য উন্মুখ হয়ে থাকে।

রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে বইমেলায় আসতে না পারার দুঃখপ্রকাশ করেন তিনি। পরে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার বিতরণ ও বইমেলার কয়েকটি স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে