তথ্য প্রযুক্তি খাতের সংগঠন, বেসিস এর উদ্যোগে রাজধানীতে শুরু হয়েছে, সফটএক্সপো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।

তথ্য প্রযুক্তির মেলা। সফট এক্সপো হলো সফটওয়্যারের পাশাপাশি আইসিটি খাতের বহু পণ্যের প্রদর্শনী চলছে এখানে। নতুন নতুন উদ্ভাবন, গবেষণা আর সফল প্রয়োগের সম্পর্কে জানতে কমতি নেই নানান শ্রেনী-পেশার দর্শকেরও। ব্যবসায়ীরা জানান, সহজলভ্য ও মানসম্মত হওয়ায় এখন বিদেশি প্রতিষ্ঠানের চেয়ে দেশীয় আইসিটি প্রতিষ্ঠানগুলোর পণ্যকেই বেছে নিচ্ছেন তারা। এবারের মেলা প্রাঙ্গনকে বিজনেস সফটওয়্যার, আইটিইএস এবং বিপিও, মোবাইল ইনোভেশন ও ইকমার্স নামে ৪টি জোনে ভাগ করা হয়েছে। যেখানে পসরা সাজিয়েছেন প্রায় ১০০টি বিভিন্ন ধরনের আইটি প্রতিষ্ঠান।

প্রদর্শনীতে আইটি সেবা বিষয়ক পণ্য ছাড়াও, দশটির বেশি কারিগরি অধিবেশনের আয়োজন করা হয়েছে। সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবার রফতানি বাড়াতে, প্রর্দশনীতে আন্তর্জাতিক বিজনেস টু বিজনেস ম্যাচমেকিং-এর আয়োজন রয়েছে। এতে নেদারল্যান্ড, ডেনমার্কসহ বিভিন্ন দেশের দশটি কোম্পানি অংশ নেওয়ার কথা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশী কোম্পানীগুলোর সাথে প্রতিযোগিতায় দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে সরকার। আর স্পিকার বলেন, নারী ও তরুণ প্রজন্মের ক্ষমতায়নে আইসিটি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। সম্ভাবনাময় এই খাতকে আরো এগিয়ে নিতে সরকারের সহযোগিতার পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের আরো এগিয়ে আসারও আহবান জানান তিনি।

এদের সাথে, স্থানীয় কোম্পানির প্রধান নির্বাহীরা বৈঠকে বসছেন। বি টু বি’র মাধ্যমে দেশি কোম্পানিগুলো, আন্তর্জাতিক পরিসরে ব্যবসার সুযোগ পাবে বলে মনে করছে আয়োজক সংস্থা।

তথ্য প্রযুক্তি ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে