চাকরি অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উত্তরাধিকারীরা ঋণ মওকুফের সুবিধা পাবেন। মানসিক প্রতিবন্ধী বা পঙ্গুত্বের শিকার হয়ে অক্ষম অবস্থায় অবসর নেওয়া কর্মকর্তা-কর্মচারীরাও পাবেন এ সুবিধা।
অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে পরিপত্র জারি করেছে। তাতে বলা হয়, সরকারি কর্মকর্তাদের অনাদায়ী ঋণ আদায়ে আগের নীতিমালা অনুসরণ করা হবে। তবে গৃহ নির্মাণ, গৃহ মেরামত, কম্পিউটার, মোটর কার ও মোটরসাইকেল ঋণের অপরিশোধিত আসল, সুদ ও দণ্ডসুদ মওকুফের বিষয়টি বিবেচনা করা হবে। তবে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ঋণ মওকুফ করা যাবে না। এ বিষয়টি দেখভাল করতে, একজন অতিরিক্তি সচিবের নেতৃত্বে কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ ।