প্রবাসী বাংলাদেশিরা চাকরি শেষে দেশে ফেরার পরেও অনাবাসী বৈদেশিক মুদ্রা আমানত হিসাব খুলতে পারবেন। নাগরিকদের বিদেশের চাকরির সুবিধা দেশে বসে গ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বিদেশে চাকরির অবসর সুবিধা, বার্ধক্যজনিত সুবিধা ও পেনশন গ্রহণ করা যাবে এই ব্যাংক হিসাবে। একই সঙ্গে প্রয়োজনে এসব হিসাব থেকে অর্থ বিদেশে খরচও করা যাবে। তবে সেক্ষেত্রে গ্রাহককে প্রয়োজনীয় দালিলিক প্রমাণ ও কর পরিশোধ করতে হবে। সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ৭৫ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। এদের মধ্যেই অনেকে বিভিন্ন দেশে বহুজাতিক কোম্পানিতে স্থায়ী চাকরি করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে