রাজধানীর তেজগাঁয়ে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে পার্কিংয়ে ২২টি গাড়ির মালিকের তথ্য নিয়েছে দুর্নীতি দমন কমিশনের টিম। দুদকের দুর্নীতি প্রতিরোধ ও অনুসন্ধান টিম পরিদর্শনে গিয়ে এ তথ্য সংগ্রহ করে। তবে রেজিস্ট্রেশন অফিসে কোনো দুর্নীতি বা ঘুষ লেন দেন হয় না বলে জানিয়েছেন ঢাকা জেলা রেজিস্টার।

ঢাকা জেলা রেজিস্টার অফিসে ২০১৬ সালে দলিল রেজিস্ট্রেশন হয়েছে এক লাখ ৯৮ হাজার পাঁচশ ৪০টি। আর দলিল লেখক আছেন ১৭শ ৭৮ জন। হিসেবে প্রতি ৪ দিনে একজন দলিল লেখক একটি দলিলের কাজ পায়। আর দলিল প্রতি একজন লেখক টাকা পান ২০০ থেকে ৫০০ টাকা। যা দিয়ে বর্তমান বাজারে টিকে থাকাই কঠিন।  কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লেক্সের পার্কিংয়ে পাওয়া যায় দুইটি নতুন মডেলের গাড়ি। এগুলোর মালিক দুজন দলিল লেখক। পার্কিংয়ে থাকা অন্য ২২টি গাড়ির নম্বরও নিয়েছেন দুদক টিম। এসব গাড়ির মালিকদের সম্পদের তথ্য নেয়ার কথা জানানা তারা।

ঢাকা জেলা রেজিস্টার কার্যালয়ে দুর্নীতির নানান অভিযোগ থাকলেও রেজিস্টার জানান এ অফিসে কোনো দুর্নীতি নেই। ঘুষ লেনদেনের ঘটনাও তার জানা নেই। প্রত্যেক অফিসের দুর্নীতিবাজদের চিহ্নিত করতে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে দুদক।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে