ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাঁচ শতাধীক দুস্থ,অসহায় ও নিন্ম আয়ের লোকজনের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে তিন তারকা বিশিষ্ট আবাসসিক হোটেল আর জে টাওয়ার।

বৃহস্পতিবার বিকালে উপজেলার আশুগঞ্জ গোলচত্তরের পাশেই আর জে টাওয়ার থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। হোটেলের চেয়ারম্যান লায়ন মো. ফারুক এমজেএফ এর ব্যক্তিগত তহবিল থেকে এই সহায়তা দেয়। এসময় আশুগঞ্জ উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি মো.
মিজানুর রহমান, চর চারতলা আর জে টাওয়ারের পরিচালক সারওয়ার শফিক উপস্থিত থেকে অসহায় ও নিম্ন আয়ের লোকজনের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করেন।খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি ডাল,১ কেজি পেয়াজ,১ লিটার সয়াবিন তেল ও আধাঁ কেজি লবন প্রদান করা হয়।

এসময় লায়ন মো. ফারুক এমজেএফ বলেন, কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়। মরে গেলে টাকা দিয়ে কি করব। তাই এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে এই সামান্য আয়োজন করেছি। অসহায় মানুষের জন্য আমার পক্ষ থেকে এই খাদ্য সহায়তা সামনের দিনেও চলমান থাকবে।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে