ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে দেশের অফিস আদালতসহ প্রায় সব কিছুই বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে গণপরিবহন চলাচল। ফলে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার খেটে খাওয়া মানুষগুলো। এ অবস্থায় বিজয়নগরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।

উপজেলার ১৩০জন শ্রমজীবি মানুষের মধ্যে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,আলু,পেয়াজ , লবন,সাবান ইত্যাদি। এসব খাদ্যসামগ্রী বিতরণকালে তার সাথে ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতা সন্জয় পোদ্দার, দুলাল মিয়া,অপূর্ব দেব, জামির মিয়া,বিল্লাল,মিয়া,শ্রমিক নেতা সাহিন শাহ প্রমুখ।

দীপক চৌধুরী বাপ্পী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে ও ব্রাহ্মণবাড়িয়ার গনমানুষের নেতা র,আ,ম মোকতাদির চৌধুরীর অনুপ্রেরণায় আমার ব্যক্তিগত উদ্যোগে বিজয়নগরে ১৩০জন শ্রমজীবি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমি সকল বিত্তবান মানুষদেরকে শ্রমজীবি মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাই।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে