ডোর টুর ডোর বর্জ্য ব্যবস্থাপনার আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু করলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে গোসাইলডাঙ্গা ওয়ার্ডে ডাস্টবিন ভেঙ্গে দেয়ার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। বলেন, আগামী এপ্রিলের মধ্যে পুরো নগরীর সব ডাস্টবিন ভেঙে ফেলা হবে। শতভাগ বাস্তবায়ন হবে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা। এই উদ্যোগে খুশী নগরবাসী, তাদের প্রত্যাশা, সবসময় চালু থাকুক এই উদ্যোগ।

চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রধান সমস্যা পরিস্কার-পরিচ্ছন্নতার অভাব। যাতে, যেখানে সেখানে পড়ে থাকা ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ছড়ায় রোগব্যাধিও। ময়লা আবর্জনা যথাযথভাবে অপসারন করে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনার ঘোষণা দিলেও নানা সীমাবদ্ধতায় এতদিন তা কার্যকর করা যায়নি।   মঙ্গলবার নগরীর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে ডাস্টবিন ভেঙ্গে দেয়ার মধ্য দিয়ে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র। এরপর ভেঙ্গে দেয়া হয় ওয়ার্ডের সবগুলো ডাস্টবিন। বুধবার থেকে এই ওয়ার্ড হবে ডাস্টবিনমুক্ত। কর্পোরেশনের কর্মকর্তারা জানান, প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত ১১ টা পর্যন্ত বাসা থেকে ময়লা সংগ্রহ করবেন সেবকরা। কর্পোরেশনের এই উদ্যোগে খুশী স্থানীয়রা।

সিটি মেয়র জানান, ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনায় এটি একটি মাইলফলক। তাতে, আগামী এপ্রিলের মধ্যে নগরীর সব ওয়ার্ডে এই পদ্ধতির পুরো বাস্তবায়ন করা হবে। একইসাথে, ডাস্টবিনের জায়গায় সবুজায়নের পরিকল্পনার কথাও জানান মেয়র।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে