২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশ গড়ার লক্ষ্যে ভ্যাট প্রক্রিয়া সহজ করার বিকল্প নেই। তাই চলতি বছর জুলাই মাসে ভ্যাট আইন কার্যকর করার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।

মঙ্গলবার মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক কর্মশালায় এনবিআর চেয়ারম্যান বলেন নতুন ভ্যাট আইন স্বচ্ছ হবে যাতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হবে। অনুষ্ঠানে নতুন ভ্যাট আইনের বিষয়ে তিনটি দিক তুলে ধরেন এমসিসিআই সভাপতি নিহাদ কবির। ব্যবসায়ীদের জন্য ভ্যাট আইনকে স্থিতিশীল আইনের স্পষ্ট ব্যাখ্যা এবং সব করদাতাদের জন্য একই রকম আইনের প্রয়োগ চায় সংগঠনটি।

এমসিসিআইয়ের এসব দাবি বিবেচনায় রাখা হবে বলে আশ্বস্ত করেন এনবিআর চেয়ারম্যান। এসময় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শীর্ষ ভ্যাট প্রদানকারী ১০ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার ঘোষণা দেন নজিবুর রহমান।

বিজনেস দেস্ক,বিদি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে