জাপানে শেষ হলো দুই দিন ব্যাপী গ্রীন সাকাই লেডিস ফুটবল ফেস্টিভাল। রোববার আসরের শেষ দিনে তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল দল।
জে গ্রিন সাকাই একাডেমি মাঠে, ডি গ্রুপে দিনের প্রথম ম্যাচে আমাগাসাকি লেডিস দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৬ মিনিটের মধ্যেই স্বপ্নার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ১৯ মিনিটে কৃষ্ণা এবং ৩৪ মিনিটে মার্জিয়ার গোলে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। দিনের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ড অনূর্ধ্ব ১৬ দলের মুখোমুখি হয় কৃষ্ণা-মার্জিয়ারা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। টাইব্রেকারে খেলা গড়ালে, ৪-২ ব্যবধানে হেরে যায় গোলাম রব্বানী ছোটনের দল।
আর শেষ ম্যাচে টোকিও ইউনিভার্সিটি সোইয়ো দলের মুখোমুখি হয় বাংলাদেশ। স্বপ্নার জোড়া গোল এবং আঁখি ও শিউলির একটি করে গোলে, ৪-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ ফুটবল দল। টুর্নামেন্টে একটি প্রস্তুতিসহ মোট খেলা ৭ ম্যাচের ৪টিতেই জয় পেয়েছে কৃষ্ণা-মার্জিয়ারা।
স্পোর্টস ডেস্ক, বিডি টাইমস নিউজ ।