মার্চে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ড কাপে, জাতীয় দল দেশি না বিদেশী কোচের অধীনে খেলবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন। রোববার গত ১ মাসের ফুটবলের অগ্রগতি নিয়ে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন।
সেই সঙ্গে অনূর্ধ্ব-১৫ ফুটবলার বাছাই, ক্লাবগুলির AFC লাইসেন্স বাধ্যতামূলক করা, এলিট রেফারিং কোর্স সহ বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। গত বছর জাতীয় ফুটবল দলের ভুটান বিপর্যয়ের পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে মাঠের খেলার চেয়ে আপাতত কথাতেই বেশি মনোযোগী ফেডারেশন কর্তারা। ফেডারেশনের দাবি কাজ শুরু হয়েছে, ফুটবল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ৩য় পর্যায়ের। তবে বাস্তবতা হচ্ছে দু-একটি দৃশ্যমান অগ্রগতি ছাড়া সব জায়গায়ই রয়েছে শুভঙ্করের ফাঁকি। এখনো চূড়ান্ত হয়নি জাতীয় দলের কোচ। মাঠে গড়ায়নি সোহরাওয়ার্দী কাপ। তবে ফেডারেশন সভাপতির তুরুপের তাস নারী ফুটবল দল। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত জে গ্রিন সাকাই টুর্নামেন্ট, সাফ নারী চ্যাম্পিয়নশিপ। যেখানেই গিয়েছে দ্যুতি ছড়িয়েছে ছোটন শিষ্যরা। তাইতো ছোট দলকে নিয়ে এবার বড় পরিকল্পনা সালাউদ্দিনের। সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে আগামী মাসেই সিঙ্গাপুর যাচ্ছেন কৃষ্ণা-মার্জিয়ারা।
সে সঙ্গে আগামী মৌসুম থেকে ক্লাবগুলিকে বিপিএল ও বিসিএল অংশগ্রহণের ক্ষেত্রে, ক্লাব লাইসেন্স থাকা বাধ্যতামূলক করার উদ্যোগ নেয়া হচ্ছে ফেডারেশনের পক্ষ থেকে।আর আসন্ন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ক্লাপের পারফর্মেন্সের উপর ভিত্তি করেই চূড়ান্ত করা হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের স্কোয়াড।
স্পোর্টস ডেস্ক, বিডি টাইমস নিউজ।