অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে, দুর্নীতি দমন কমিশন-দুদকের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম কাস্টম হাউস পরিদর্শন করেছে।

সকালে, দুদকের তদন্ত বিভাগের কমিশনার এএফএম আমিনুল ইসলাম, বিশেষ তদন্ত শাখার মহাপরিচালক আতিকুর রহমান ও মনীর চৌধুরী কাস্টম হাউসে যান। দলটি কাস্টমের বিভিন্ন শাখা পরিদর্শন করে। বৈঠক করেন কাস্টম কমিশনারের সাথে। পরে সাংবাদিকদের দুদক কমিশনার আমিনুল ইসলাম বলেন, প্রায় প্রতিটি বিভাগেই অনিয়মের প্রমাণ পেয়েছেন তারা। দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। চট্টগ্রাম কাস্টম হাউসের অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন।

এদিকে, দুদকের আরেকটি প্রতিনিধি দল গিয়েছিল ঢাকা ওয়াসা ভবনে। সেখানে তারা বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানিয়েছেন, দুদকের এই পরিদর্শনের ফলে নিজেদের ভুল ত্রুটি সংশোধনের সুযোগ পাবে ওয়াসা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে