জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এর মান যথেষ্ট ভালো জানিয়ে এ বিষয়ে অনিয়মের অভিযোগ নাকচ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজধানীতে এক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, বিদেশিদের কাছ থেকে অর্থ না পেলেও নিজেদের অর্থায়নেই গুণগত মান বজায় রেখে কাজ করছে বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গত ছয় বছরে ৩৪৫ মিলিয়ন ডলার খরচ করেছে বাংলাদেশ। কিন্তু দাতা দেশগুলোর পক্ষ থেকে উন্ননশীল দেশের জন্য দেয়া তহবিল থেকে পাওয়া গেছে মাত্র ৫০ মিলিয়ন ডলার।
জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী রর্বাট ওয়াটকিনস বলেন,”নানা জটিলতা ও দীর্ঘসূত্রতার পরও, জলবায়ু পরিবর্তন তহবিলের অর্থ ছাড় হচ্ছে। তবে মূল কাজ হলো, এ অর্থ সরকার কীভাবে খরচ করবে সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা। আর সে লক্ষ্যেই কাজ করতে হবে বাংলাদেশকে।”
গত সোমবার এক গবেষণার নিরিখে, জলবায়ু তহবিলের অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে অর্থমন্ত্রী বলছেন বিদেশিদের কাছ থেকে জলবায়ু তহবিলের অর্থ না পেলেও নিজেদের অর্থায়নে গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন হচ্ছে নানা প্রকল্প।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের নিজস্ব তহবিলে জমা আছে তিন হাজার একশো কোটি টাকা। এ অর্থ দিয়ে যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে অনিয়মের প্রশ্ন তোলার তীব্র সমালোচনাও করেন অর্থমন্ত্রী।