শেষ হতে চলেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আগামি মঙ্গলবার শেষ হবে বাণিজ্য মেলার এই বছরের বিশাল আয়োজন ।শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। শুক্র ও শনিবার ছুটির দিনে মেলায় দেখা গেছে ব্যাপক ভিড়। দর্শনার্থীরা ঘুরে ঘুরে কিনছেন আগে থেকে পছন্দ করা জিনিসপত্র। তবে বেচাকেনা বাড়ার সঙ্গে ভোগান্তিও বেড়েছে বলে অভিযোগ তাদের।
এই চিত্র সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। দর্শনার্থীদের পদচারণায় মুখর সকাল থেকেই। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভিড়ও। বড়-ছোট সব দোকানেই ক্রেতাদের আনাগোনা। ঘোরাঘুরি যেমন হচ্ছে তেমনি পছন্দের জিনিস কিনে খুশি সব বয়সী মানুষ।
বেচাকেনা বাড়ায় বিক্রেতাদের মুখও উজ্জ্বল। আশা করছেন বাকি কদিনে আরও বাড়বে। এদিকে শেষ সময়ে এসেও বিক্রেতাদের বিরুদ্ধে নানা চাতুরির অভিযোগ তুললেন ক্রেতারা। তবে ভোক্তাদের স্বার্থে সবকিছু করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ ।