বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশন আয়োজিত ‘ওয়ালটন চতুর্থ জাতীয় বেসবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রানার্সআপ হয়েছে ঢাকা কমার্স কলেজ (ডিসিসি)। শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ডিএমপি বেসবল দল ১৪-৩ পয়েন্টে ঢাকা কমার্স কলেজ দলকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয়। এবারই প্রথম জাতীয় বেসবলে অংশগ্রহণ করেছে ডিএমপি।

এর আগে ২০০৯ সালে প্রথম জাতীয় বেসবল প্রতিযোগিতায় মোকাদ্দেস আলী স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় ও তৃতীয় আসরে শিরোপা জিতেছিল এসকেএসপি সিরাজগঞ্জ। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আরব. গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের  সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, বেসবল ডেভেলপমেন্টন কমিটির ডাইরেক্টর অপরাশেন্স তানভীর আলী, ডাইরেক্টর প্লেয়ার ডেভেলপমেন্ট শন মোরে এবং কোচ ও এক্সিকিউভ ডাইরেক্টর হিরোকি ওয়াতেনেবে এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইয়াহিয়া এসময় উপস্থিত ছিলেন।

তিনদিন ব্যাপী টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে