আকাশে উড়ছে বাঘ, অজগর, অক্টোপাস, জেলি ফিশসহ আরও কত প্রাণী৷ আর দর্শক প্রাণভরে উপভোগ করছে সেই দৃশ্য৷ দৃশ্যটি সিলেট এমসি কলেজ খেলার মাঠের। তবে এগুলো সত্যিকারের প্রাণী নয়, প্রাণীর আদলে তৈরি ঘুড়ি। আকাশে ঘুরে বেড়ানো এসব কাগুজে ‘প্রাণীর’ দৌড়ঝাঁপ আর কাটাকাটির লড়াই উপভোগ করতে সকাল থেকেই সেখানে ভীড় করেছেন দর্শকরাও।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে এমসি কলেজ মাঠে শুরু হয় ঘুড়ি উৎসব। পাশ্চাত্য সংস্কৃতির করালগ্রাসে ম্রিয়মান আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের স্মারক ঘুড়ি উৎসবের উন্মুক্ত আয়োজন করেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।উৎসবে যোগ দিতে সকাল থেকেই রঙ-বেরঙের ঘুড়ি নিয়ে মাঠে আসতে থাকেন প্রতিযোগীরা। ছোট-বড় সবার অংশগ্রহণের মধ্যদিয়ে মুখরিত হতে থাকে পুরো মাঠ। তবে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতিও যেন বাড়ছে। উৎসবের আনন্দ আরও এক ধাপ বাড়িয়ে দিচ্ছে কিশোরদের ঘুড়ি কাটাকাটি খেলা।

প্রসঙ্গত, ২০১১ সালে কাউন্সিলর আজাদ প্রথম ঘুড়ি উৎসবের আয়োজন করেন। দ্বিতীয় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। কয়েক বছর বিরতি দিয়ে এবার আয়োজন করা হচ্ছে ৩য় ঘুড়ি উৎসব।

অনলাইন ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে