কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া উদীয়মান কবি ও লেখকদের প্রতিভার স্বীকৃতিস্বরুপ ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুস্নী মোর্ত্তজা আলী, মাজহার মান্নান ও রাশিদা য়ে আসরারকে রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সন্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি ইবির বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবি উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা। প্রধান অতিথির বক্তব্যে ড. রাশিদ আসকারী বলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে কবিগুরুর নামে প্রতিষ্ঠিত রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের একটি মেলবন্ধন রচিত হয়েছে। আমাদের মধ্যে একাডেমিক ও সাংস্কৃতিক আদান প্রদান হবে। তিনি সন্মাননা প্রদানের উদ্যোগকে অত্যন্ত অনুকরণীয় দৃষ্টান্ত বলে অভিহিত করেন। মূখ্য মার্কেটিং কর্মকর্তা রেজাউর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ইবির আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম।
এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ