১৫ দেশের অংশগ্রহণে আজ থেকে শুরু হয়েছে ইসলামী সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ। মুসলিম কমিউনিটি বেসড টুর্নামেন্ট হলেও, আসরের জৌলুশ বাড়াতে এবার আমন্ত্রণ জানানো হয়েছে নেপাল ও ভুটানকে। এছাড়াও, চমক হিসেবে সলিডারিটি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে যুদ্ধ-বিধ্বস্ত দেশ সিরিয়া। আসরটিতে কঠিন সব প্রতিপক্ষ থাকলেও, নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু করতে চায় বাংলাদেশের আর্চাররা।

প্রথমবারের মত বাংলাদেশের মাটিতে ইসলামি সলিডারিটি আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। পুরো আসরটা চমকের হলেও, তার মধ্য থেকে কিছুটা আলাদা বলতেই হবে সিরিয়াকে। কেননা যে ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে যুদ্ধবিদ্ধস্ত এই দেশটি, তার মধ্যে থেকেও এখানে অংশগ্রহণে বাহবা পেতেই পারেন সে দেশের আর্চাররা। দলীয় ও ব্যক্তিগত মোট ৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে সিরিয়ার মোট সাত জন আর্চার। যেখানে লক্ষ্যটা পদক জয়ের হলেও, টুর্নামেন্টে অংশ নেয়াটাকেই বড় করে দেখছেন তারা। প্রতিযোগিতায় অংশ নেওয়া এক সিরিয় আর্চার বলেন, ‘সিরিয়ায় যুদ্ধ চলছে, এটা ঠিক। তবে সব জায়গায় না। এ জন্য অবশ্য আমাদের কিছুটা সমস্যা হয়। তবে এর মধ্যে থেকেও আমরা খেলা চালিয়ে যাই।’

মুসলিম কমিউনিটির বাইরে হলেও, জৌলুশ বাড়াতে আসরে অন্তর্ভুক্ত করা হয়েছে নেপাল ও ভুটানকে। যেখানে গেল এএসএ গেমসের ধারাবাহিকতা ধরে রেখে পদক জিততে চায় সেখানকার আর্চাররা।ভুটানের এক আর্চার বলেন, ‘আমরা এখানে আমন্ত্রণে খেলতে এসেছি। তবে মাঠের পারফরমেন্সে আমরা সেরাটাই দিব। গেল এসএ গেমসে পদক পাওয়া তিন জন আছে আমাদের সঙ্গে। সুতরাং ভালো কিছুরই আশা করছি।’ এদিকে, সম্ভাবনাময় এই ইভেন্টে বরাবরই ফেভারিট স্বদেশী আর্চ্যাররা। তার সঙ্গে এবার হয়েছে আশানুরূপ প্রস্তুতি। যা বেশ চওড়া করেছে তাদের পদক জয়ের আত্মবিশ্বাসকে।

বাংলাদেশের আর্চার শ্যামলি রায় বলেন, ‘এশিয়া কাপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক খেলে এসেছি। অংশগ্রহণ এবং আমার পারফরম্যান্সও ভালো ছিলো। এখানে আরো ভালো করতে চাচ্ছি।’ আসরটিতে ১৭টি দেশ অংশ নেয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত পাকিস্তান এবং ইরান নাম প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫টি দেশ। যেখানে প্রথম দিনে শুধুমাত্র হিটে অংশ নিয়েছে আর্চ্যাররা।

স্পোর্টস নিউজ, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে