আরো একটি বিশ্বকাপ হচ্ছে বাংলাদেশে। অচেনা খেলা রোল বলের বিশ্বকাপের আসর বসছে ঢাকায় আগামী মাসে। যাকে ঘিরে ক্রীড়াঙ্গনে উঠেছে আলোড়ন। বিরাট অংক ব্যয়ে চলছে স্টেডিয়াম নির্মানের কাজ।দ্রুত পাশ হয়েছে পরিকল্পনা, ছাড় হয়েছে অর্থ।
খেলাটিকে সম্ভাবনাময় বলছেন ফেডারেশন কর্তারা।আর জাতীয় ক্রীড়া পরিষদের চোখে ছোট-বড় বিভেদ নেই। ঐতিহাসিক পল্টন ময়দান এখন নতুন রুপে। এক মাসের ব্যবধানে এখানে গড়ে উঠেছে বিশাল স্থাপনা। শুনলে অবাক হতে হবে উপলক্ষ্যটা অজানা খেলা রোল বলকে ঘিরে।ফেব্রুয়ারিতে ঢাকায় বসবে চতুর্থ রোল বল বিশ্বকাপ। আর সেজন্যই এত তোড়জোড়। অপরিচিত খেলার জন্য সরকারের আমলাতন্ত্রের সব বাধা ভেঙ্গে দ্রুততর সময়ে অনুমোদন পেয়েছে প্রকল্প। ছাড় হয়েছে ১৮ কোটি টাকা। তৈরিও হয়ে গেছে স্টেডিয়াম, গ্যালারি, আবাসন।কেন এই খেলায় এত আগ্রহ সরকারের? খেলার উৎপত্তি ভারতে। বয়স এক দশক। রোলার স্কেটিং-এর পাঁচটি ভিন্ন ধারার একটি এটি। খেলে ৫৫ দেশ। সবশেষ বিশ্বকাপে ৩২ দলের মধ্যে সপ্তম হয়েছিল বাংলাদেশ।
সেখান থেকে সম্ভাবনা আর সাফল্যের সন্ধানে নিজ দেশে আয়োজন। শুধু প্রথাগত ভেন্যু হিসেবে নয়, এই স্থাপনায় থাকবে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থাও। এছাড়া আরো ছয় ভেন্যুর আবাসন সংস্কার করা হচ্ছে। ১৭ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে রোল বল বিশ্বকাপ। যেখানে ৪২ দেশের অংশগ্রহন নিশ্চিত হয়েছে।
স্পোর্টস নিউজ, বিডি টাইমস নিউজ ।