ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একবছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৬ শতাংশের বেশি। ২০১৪-১৫ অর্থবছরে সন্দেহজনক লেনদেন হয়েছে এক হাজার ৯৪টি। আগের বছর এর পরিমাণ ছিল ৬১৯টি।বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় কয়েকবছর ধরেই বাড়ছে সন্দেহ জনক লেনদেনের পরিমাণ। ২০১৪-১৫ অর্থবছরে সন্দেহজনক লেনদেনের ৮৫৬টি হয়েছে ব্যাংকিং খাতের মাধ্যমে। এরমধ্যে ৪৬৩টি লেনদেন বিদেশি ব্যাংকে, বেসরকারি ব্যাংকে ২৪২টি এবং ১৪৫টি হয়েছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। বাকী সন্দেহজনক লেনদেন হয়েছে বীমা ও আর্থিক খাতের মাধ্যমে। জঙ্গী ও সন্ত্রাসী অর্থায়ন, ঘুষ ও দুর্নীতি বা বেআইনি কোন লেনদেন নিয়ে সন্দেহ হলেই বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটে তথ্য জমা দিয়ে থাকে ব্যাংকগুলো। এছাড়া কোন হিসাব থেকে দিনে ১০ লাখ টাকার বেশি লেনদেন হলেও তারও প্রতিবেদন জমা হয় বিএফইউতে। এরই আলোকে তৈরি করা হয় সান্দেহজনক লেনদেনের প্রতিবেদন।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ ।