রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আজ ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি বাম সংগঠনের হরতাল। অন্যদিকে প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে অনড় অবস্থানে সরকার। কর্মকর্তারা বলছেন, সুন্দরবন রক্ষার ব্যাপারে সচেতন তারা। ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি।

আজ দিনভর হরতালের সমর্থনে রাজধানীতে ‘তেল গ্যাস খনিজ সম্পদ, বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির’ সদস্যরা প্রচারণা চালায়। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ হরতালের পক্ষে থাকবে বলে বিশ্বাস আন্দোলনকারীদের।গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সবস্তরের জনগণ আমাদের পাশে  আছে। রামপাল প্রকল্প হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। অবিলম্বে এ গণবিরোধী প্রকল্প বাতিল করতে হবে।’

তবে, বিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে অনড় অবস্থানে সরকার।  পরিবেশ রক্ষায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, ‘প্রকল্পে উন্নত ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর বিরুদ্ধাচারণ করে যে আন্দোলন হচ্ছে তা অযৌক্তিক।’ এদিকে, প্রকল্পের বিরোধিতা ও হরতালের সমালোচনা করে রাজধানীতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।

ন্যাশনাল ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে