দেশের ১০টি জেলার মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায় বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জেলাগুলোর এসপি এবং ডিসিকে নির্দেশনা দেয়া হয়েছে।

পরিবহন মালিক বা ড্রাইভাররা এই রায় অমান্য করে মহাসড়কে এসব যান চালালে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে নির্দেশনা দেয়া হয়েছে সরকারকে।

বাগেরহাট, পাবনা, খুলনা, যশোরসহ মোট ১০টি জেলার জন্য এই রায় প্রযোজ্য হবে। এসব জেলার ডিসি, এসপিকে আদালতের রায় বাস্তবায়নের লক্ষ্যে ৬ মাস পরপর প্রতিবেদনও দিতে বলা হয়েছে ।

ন্যাশনাল ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে