বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতায় একদিন হাতে রেখেই ৯ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৬৫ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১৭৩ রানে। ১০৯ রানের ছোট্ট লক্ষ্য পাড়ি দিতে ১ উইকেটের বেশি খরচ হয়নি নিউজিল্যান্ডের। ফলে টেস্ট সিরিজও ২-০’তে হেরে শুন্য হাতেই সফর শেষ করতে হলো বাংলাদেশকে।
হ্যাগলি ওভালে আত্মহুতির সাদা চাদরেই ঢাকা পরলো ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। শুরুতে তামিমের বিদায়ের পর ক্ষণিকের সান্তনা ছিলো সৌম্য-রিয়াদের ৪১ রানের জুটি।
এরপর একে একে বলিদান হয়েছে সাকিব, সাব্বির, সোহানদের। উইকেট হারানোর মিছিলে দলিয় ১১৫’তেই ৮ উইকেট নেই বাংলাদেশের। নবম উইকেটে তাসকিন-কামরুলের ৫১ রানের জুটি ম্যাচের স্থায়িত্বকাল বাড়িয়েছে মাত্র। তাসকিন ৩৩ আর রাব্বি ২৫ রানে অপরাজিত থাকলেও বাংলাদেশ অলাউট হয় ১৭৩’এ। আর ১০৯ রানের মামুলি টার্গেট দাড়ায় নিউজিল্যান্ডের সামনে। নিউজিল্যান্ডের হয়ে এদিন ২০০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেন টিম সাউদি।
বাংলাদেশের খাবি হাওয়া হ্যাগলি ওভালের এই উইকেটেই সকালে রান ফোয়াড়ার বারতা দিয়েছিলো নিউজিল্যান্ড। দিনের শুরুতে প্রথম ইনিংসে শেষ ৩ উইকেটে ৯৪ রান যোগ করে ব্ল্যাকক্যাপরা। হেনরি নিকোলসের ৯৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৬৫ রানের লিডও পায় তারা। সমাঝে বাংলাদেশ দৈন্যদশায় থাকলেও সকালের সেই রান ফোয়াড়া বিকেলেও অবিচল ছিলো স্বাগতিকদের। ৩৩ রান করে জিত রাভাল আউট হলেও আম্পায়াররের কাছ থেকে বাড়তি সময় নিয়ে চতুর্থ দিনেই ম্যাচের ফলাফল এনে দেন টম লাথাম ও গ্রান্ডহোম। লাথাম ৪১ ও গ্যান্ডহোম অপরাজিত থাকেন ৩৩ রানে।
স্পোর্টস ডেস্ক, বিডি টাইমস নিউজ ।