অর্থ-সংকটে সাফ চ্যাম্পিয়নশিপ ছাড়া অন্য কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারছে না জাতীয় হ্যান্ডবল দল। বাছাই পর্বে অংশ না নেয়ায় বিশ্ব র‍্যাঙ্কিংয়েও নেই বাংলাদেশের নাম। ফেডারেশন সাধারণ সম্পাদকের অভিযোগ বিশ্ব আসরে অংশ নিতে কোনো অর্থ সহায়তা দিচ্ছে না সরকার কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ।২০১৬-র এসএ গেমসে পুরুষ দল ব্রোঞ্জ আর রৌপ্যপদক জেতে নারী দল। দক্ষিণ এশিয়ায় ভারতের পরই অবস্থান বাংলাদেশের। কিন্তু এশিয়ান কাপ কিংবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বেও খেলতে পারে না বাংলাদেশ। অভিজ্ঞ কোচ ও অনুশীলনের সুযোগ-সুবিধা ঘাটতি না থাকলেও নেই টাকা। সহায়তা দিচ্ছে না সরকার বা কোন প্রতিষ্ঠান জানালেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।ফেডারেশনের অভিযোগ নির্দিষ্ট বার্ষিক বরাদ্দ ছাড়া টুর্নামেন্ট বা লিগ আয়োজনেও আর্থিক সহযোগিতা দিচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদ অথবা সরকার।আন্তর্জাতিক টুর্নামেন্টের বাছাইপর্ব না খেলায় বিশ্ব হ্যান্ডবল র‍্যাঙ্কিং তালিকায় নেই বাংলাদেশের নাম। এখন ওয়ার্ল্ড বিচ-হ্যান্ডবলে অংশ নিতে স্পন্সর খুঁজছেন ফেডারেশন কর্মকর্তারা।

অনলাইন ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে