বাংলাদেশে দুই বছর পর আবারও একটি মুরগি খামারে বার্ডফ্লু ধরা পড়েছে। ঢাকার কাছে ধামরাই এলাকায় একটি খামারে বার্ডফ্লু ভাইরাস শনাক্ত করার পর খামারটিতে সাড়ে দুই হাজারের বেশি মুরগি কালিং করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে।

এর কারণ তদন্ত করা হচ্ছে এবং সারাদেশে মুরগির খামারে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।পানিসম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ধামরাই এলাকায় খামারটিতে সাড়ে তিন হাজারের মতো মুরগি ছিল।এক সপ্তাহেই সাত’শ বত্রিশটি মুরগি মরে যায়।এই খবর পেয়ে পানিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞরা পরীক্ষা করে সেখানে মুরগির বার্ডফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হন।এরপর খামারটির বাকি মুরগিগুলোকে মেরে ফেলা হয়।এই কর্মকর্তা উল্লেখ করেছেন, ধামরাইয়ের খামারটি ছাড়া দেশের আর কোনো খামারে বার্ডফ্লুতে আক্রান্তের খবর পাওয়া যায়নি।তবে এই ভাইরাস যাতে না ছড়ায়, সেজন্য দেশের সব খামারে প্রতিরোধ ব্যবস্থা নেয়া হয়েছে।একইসাথে ধামরাইয়ে আক্রান্ত খামারটিকেও প্রয়োজনীয় প্রতিষেধক দিয়ে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।দুই বছর পর কেন আবার বার্ডফ্লু পাওয়া গেলো, তদন্ত কমিটি এখন সেটাই খতিয়ে দেখবে।

ওদিকে ইওরোপ জুড়েও এর সংক্রমণ দেখা দিয়েছে। চীনে বার্ডফ্লু সংক্রমণে মানুষের মৃত্যু ঘটেছে।যার প্রেক্ষিতে বিশ্বের সকল দেশকে সাবধানতা অবলম্বন করার জরুরী বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অনলাইন ডেস্ক, বিডি টাইমস নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে