আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজে শনিবার সংঘর্ষের ঘটনায় ১৯ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। ঘটনার পর ক্যাম্পাসে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় সংঘর্ষে ভাঙচুর করা হয় হলের বেশ কয়েকটি কক্ষ। পোড়ানো হয় সাতটি মোটরসাইকেল। সংঘর্ষের সময় গুলির শব্দ পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন কেন্দ্র করে আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজু এবং যুগ্ম-আহ্বায়ক হিরণ ভূঁইয়ার গ্রুপ এ সংঘর্ষে জড়ায়। পরে হলে তল্লাশি চালিয়ে একজন বহিরাগতসহ তিন জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

ন্যাশনাল ডেস্ক , বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে