২৩ জানুয়ারি শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। এবার জঙ্গি দমন অভিযানে জীবন বাজি রেখে নেতৃত্ব দেয়া পুলিশ সদস্যদের সর্বোচ্চ পদক বিপিএম ও পিপিএম দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি। আর এবারই প্রথম পুলিশের নানা সমস্য সমাধানে কল্যাণসভা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৬ সালে জঙ্গিবিরোধী অভিযান ছিলো বাংলাদেশ পুলিশের জন্য নতুন চ্যালেঞ্জ। আর এ কাজে সাফল্যের জন্য এবারের পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন ৭৭ জন।

পুরস্কৃত হচ্ছেন আহত ও মরনোত্তর ৩৭ পুলিশ সদস্য। আর অন্যান্য কাজে সেবা-সাহসিকতার জন্য পুলিশের সর্বোচ্চ পদক পাচ্ছেন ৫৫ জন। এছাড়া এবারই প্রথম সব পর্যায়ের পুলিশ সদস্যদের নিয়ে কল্যাণসভায় বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিদ্যমান নানা সমস্যা ও দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলেও জানিয়ছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

ব্রিটিশ আমলে প্রবর্তিত আইনের কিছু ধারা যুগোপযোগী করতে কাজ চলছে হচ্ছে কিছু নতুন ইউনিটও। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতায় এসব ধীরগতিতে এগুচ্ছে বলেও জানান আইজিপি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে