নতুন বছরে আবারো বাড়িভাড়া বাড়িয়েছেন রাজধানীর অনেক ভবন মালিক। এতে চাপে পড়েছেন ভাড়াটিয়ারা। ঢাকায় বাড়িভাড়ার লাগাম টানতে হাইকোর্ট একটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ করার আদেশ দিলেও দেড় বছরে তা বাস্তবায়ন হয়নি। ভাড়াটিয়াদের দুর্ভোগ নিয়েও উদাসীন সরকার ও সিটি করপোরেশন।

স্বামী ও দুই সন্তানকে নিয়ে আজিমপুরের বটতলায় সুমাইয়া শিউলীর সংসার। ৫০০ বর্গফুটের এই বাসার ভাড়া ১৮ হাজার টাকা। নতুন বছরে যোগ হচ্ছে আরো এক হাজার টাকা। সুমাইয়ার মতো রাজধানীর আরো অনেক ভাড়াটিয়ার সামনে নতুন বছর মড়নেই বাড়তি বাড়িভাড়া।

কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের তথ্য অনুযায়ী গত ১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত ২২ বছরে বাড়িভাড়া বেড়েছে সাড়ে তিনশ শতাংশ। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত বাড়িভাড়া বেড়েছে ৩৭০ শতাংশ । ২৫ বছরে বাড়িভাড়া বেড়েছে ৩৮৮ শতাংশ। প্রতি বছর বাড়িভাড়া বাড়ছে ১৬ শতাংশ ।

আইনের প্রয়োগ না হওয়া এবং মালিকদের স্বেচ্ছাচারিতার কারণেই বাড়িভাড়া লাগামহীন বলছে ভাড়াটিয়াদের সংগঠন। রাজধানীতে এলাকা অনুযায়ী বাড়িভাড়া ঠিক করতে নিয়ন্ত্রণ কমিশন গঠনে হাইকোর্টের আদেশ এখনো বাস্তবায়ন হয়নি। এর জন্য সরকারকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে সরকার বলছে বাড়িভাড়া নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি করপোরেশনের। আর ক্ষমতাহীনতার কথা বলে দায় সারছে সিটি করপোরেশন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে