নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার গঠনে বিএনপির প্রস্তাব সাংবিধানিক সংকট তৈরি করবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন জাসদ সভাপতি।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনির্বাচিত সরকারের বিধান আদালত নাকচ করে দেয়ায় এ ধরনের সরকার গঠনের কোনো অবকাশ আর নেই। তবে নির্বাচনকালীন সরকারকে সহায়তা করতে পরামর্শ নেয়া যেতে পারে বলেও মত প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ দিয়ে হাসানুল হক ইনু বলেন, নির্বাচন ও গণতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে। আগে বিএনপিকে জামায়াত, রাজাকার ও জঙ্গিদের সঙ্গ ছাড়তে হবে। এদের নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না।

মতবিনিময় সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে