এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত করলো বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়েছে কৃষ্ণার দল। মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায় ১ ম্যাচ হাতে রেখেই মূল পর্বে নাম লিখিয়েছে বাংলার মেয়েরা।

আগের তিন ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে মাঠে নামে দু’দল। তবে শুরুটা কিছুটা নড়বড়ে হয় স্বাগতিকদের। ১১ মিনিটে অধিনায়ক ইয়ু সুয়ানের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে।

পিছিয়ে পড়েও উদ্যম হারায়নি গোলাম রব্বানী ছোটনের দল। একের পর এক আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। ২৬ মিনিটে সানজিদাকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ। যেখান থেকে গোল করতে ভুল করেন নি শামসুন্নাহার।

৩৬ মিনিটে আবারো পেনান্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করেন শামসুন্নাহার। বিরতির পরও তাইপের গোল মুখে মুর্হমুহু আক্রমণ করতে থাকে বাংলাদেশ। ৫৬ মিনিটে মার্জিয়ার পাস থেকে অধিনায়ক কৃষ্ণা ব্যবধান ৩-১ করেন। ৭৮ মিনিটে তাইপের আত্নঘাতী গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৪-১ গোলে।

ম্যাচ শেষ হবার ২ মিনিট আগে য়ু ইয়ু জু’র গোলে তাইপে ব্যবধান কমালেও, জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলার মেয়েরা। সেই সঙ্গে দীর্ঘ ১১ বছর পর অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলা নিশ্চিত হয় বাংলাদেশের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে