মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া মীর কাসেম আলীর ফাঁসির নির্বাহী আদেশ কারাগারে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। কারাগারে গিয়ে পরিবারের সদস্যরাও দেখা করেছেন মীর কাসেমের সঙ্গে।
বিকেল সাড়ে তিনটায় কাসেমের পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে যান। প্রায় তিন ঘন্টা তারা কারাগারে অবস্থান করেন। কারা কতৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কারাগার-দুই এর ৪০ নম্বর কনডেম সেলে রাখা হয়েছে একাত্তরে বাঙালি খান নামে পরিচিত মীর কাসেমকে।
৩০ আগস্ট মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পরই লাল কাপড়ে মোড়ানো রায়ের কপি কাশিমপুর কারাগারে পাঠানো হয়। পরদিন তাকে মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনানো হয়। এদিকে নিরাপত্তা জোরদারে রাজধানীতে ও গাজীপুরে দশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।