রাজশাহী থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে রাজশাহী-কলকাতা রুটে বাস সার্ভিস চালু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর শিরোইল বাস টার্মিনালে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুর রহমান পিটার। এসময় উপস্থিত ছিলেন দেশ ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতনসহ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।
তারা জানান, এই বাস সার্ভিসের মধ্যদিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। দেশ ট্রাভেলসের একটি বাস প্রতিদিন সকাল সোয়া ৭টায় কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর বিকেল সোয়া চারটায় আরেকটি বাস কলকাতা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসবে।