আজ প্রাণভিক্ষার বিষয়ে আবারও সময় চাইলেন যুদ্ধাপরাধী মীর কাসেম আলী। বিকেলে তাকে তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করা হবে। গাজীপুরের কাশিমপুর কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বনিক সকালে মীর কাসেমের সাথে দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানান।

এদিকে, কাসেমের রিভিউ খারিজের পর থেকেই কাশিমপুর কারাগার জুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গতকাল প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাওয়া হলে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চান জামায়াতের এই নেতা।

অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁকে যৌক্তিক সময় দেয়া হবে বলে জানান কারা কর্তৃপক্ষ। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী দেশের সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন।

গত মঙ্গলবার আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখলে বিচারপ্রক্রিয়া শেষ হয়। নিয়ম অনুযায়ী এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। প্রাণভিক্ষার আবেদন করবেন না বলে সিদ্ধান্ত জানালে কিংবা আবেদন করার পর নাকচ হলে যেকোন সময় তাঁর ফাঁসি কার্যকর হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে