চিকিৎসক স্বল্পতা সহ নানা অনিয়মের অভিযোগে নাটোরে জনসেবা হাসপাতালের মালিককে ২লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে র‌্যাব-৫ এর একটি দল শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত হাসপাতালটিতে অভিযান চালায়।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের জনসেবা হাসপাতালে অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। এসময় হাসপাতালটিতে চিকিৎসক সংকট সহ অপারেশন থিয়েটারে একই সিরিঞ্জ ও যন্ত্রপাতি একাধিকবার ব্যবহার করার অনিয়ম দেখতে পান। পরে হাসপাতালটির মালিক ডা. আমিরুল ইসলামকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ সহ যাবতীয় সমস্যা সমাধানে হাসপাতালটির মালিককে একমাসের সময় বেধে দেওয়া হয়।

প্রসেনজি কুমার
নাটোর, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে