২০০৭ সালের পর আবাসিক এলাকায় কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদন দেয়া না হলেও রাজধানীর গুলশানে অবৈধভাবেই চলছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ। রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও। হলি আর্টিসানে জঙ্গি হামলার পর ওই এলাকায় অবৈধ অনুমোদনহীন বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করার কথা জানায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি । তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে দাপ্তরিক কোনো নির্দেশ না পেলেও তালিকা প্রণয়ন চলছে বলে জানিয়েছে রাজউক। পুনর্বাসন ছাড়া এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিরাট ক্ষতির মুখোমুখি হবেন বলে শঙ্কা প্রকাশ করেছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা।
হলি আর্টিসানে জঙ্গি হামলার প্রেক্ষিতে জরুরি বৈঠক থেকে গুলশান এলাকায় অবৈধ অনুমোদনহীন বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত জানায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গুলশান এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় প্রত্যেকটি সড়কেই রয়েছে দেশি-বিদেশি কোনো না কোনো রেস্তোরাঁ। রয়েছে আবাসিক হোটেলও। এসবের বৈধতার ব্যাপারে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, ২০০৭ সালের পর আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানেরই অনুমোদন দেয়নি সরকার।
হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান কম থাকলেও কোনো কোনো আবাসিক ভবনে নামে বেনামে চালানো হচ্ছে কোচিং ব্যবসা, রয়েছে অফিসও। মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত হলেও দাপ্তরিক কোনো আদেশ পাননি বলে জানান রাজউকের কর্মকর্তা আসমাউল হোসেন। তবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ না করে সমন্বিতভাবে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।